ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফ্রেম টিভি: শিল্প ও আধুনিকতার সমন্বয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আধুনিক সময়ে মানুষের জীবনের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্সে পরিণত হয়েছে টেলিভিশন। পাশাপাশি, মানুষের চাহিদার সাথে পাল্লা দিয়ে টিভিরও ডিজাইন ও প্রযুক্তিও যুগোপযোগী করা হচ্ছে। নিত্যনতুন ডিজাইন ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের শিল্পরুচির সাথে সামঞ্জস্য রেখে টিভিতে যুক্ত করা হচ্ছে আধুনিক সব ফিচার। 

টিভির স্ক্রিন আরও স্বচ্ছ ও ঝকঝকে করে তুলতে এবং টিভি দেখার ক্ষেত্রে দর্শকদের আরামদায়ক অনুভূতি দিতে ব্যবহার করা হচ্ছে ম্যাট ডিসপ্লে। এ ধরণের ডিসপ্লেতে টিভি দেখার অনুভূতি দুর্দান্ত। 

ফ্রেম টিভি আকারে স্লিম হয়, দেয়ালের সাথে আটকে থাকে। ফলে এই টিভির জন্য ঘরের আলাদা কোনো জায়গা নষ্ট হয় না। আবার এ ধরণের টিভি পরিষ্কার করাও তুলনামূলক সহজ। পাশাপাশি স্লিম হওয়ার কারণে এই টিভি ঘরের যেকোনো কোণ থেকে দেখা যায়। 

স্লিম টিভির উপযোগী আধুনিক বিভিন্ন ডিজাইনের ফ্রেমও পাওয়া যাচ্ছে এখন। ঘর বা দেয়ালের ডিজাইনের সাথে মানানসই এমন সব ফ্রেম ডিজাইন করা হচ্ছে টিভির জন্য। পাশাপাশি স্লিম ফ্রেম টিভিগুলোতে উচ্চতা ঠিক করা যায় এমন স্ট্যান্ড থাকে। এতে করে নিজের পছন্দ মতো উচ্চতায় টিভি স্থাপন করা যায়। 

এই সবগুলো ফিচার পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের ফ্রেম টেলিভিশনে। এই ফ্রেম টিভিতে রয়েছে ম্যাট ডিসপ্লে, যা এই টিভির ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত অনুভূতি। এটির আধুনিক ফ্রেম ডিজাইন খুব সহজেই দেয়ালের সাথে খাপ খেয়ে যায়। কাস্টমাইজেবল ফ্রেম যে কারও পছন্দের দেয়ালের রঙের সাথে মিশে যায়। টিভির আর্ট মোডের কারণে বন্ধ অবস্থায় টিভিটিকেই মনে হবে কোনো শিল্পকর্ম।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি